Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

নান্দাইলে একটি নীরিহ পরিবারকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

অগাষ্ট ২০, ২০১৫
অনিয়ম, আইন- আদালত, ময়মনসিংহ
No Comment

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের একটি নীরিহ কৃষক পরিবারকে একই গ্রামের হাসিম উদ্দিন মাস্টার গং একের পর এক কথিত মিথ্যা মামলা দায়ের করে হয়ারনী ও অর্থনৈতিক ক্ষতি সাধন করে যাচ্ছে। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসিম উদ্দিন তার পৈতিক জমি-জমা আপন ছোট ভাই মোঃ জসিম উদ্দিনের নিকট বিক্রী করে দিয়ে বেতাগৈর গ্রামে তার শ্বশুর বাড়ীতে নতুন বাড়িঘর স্থাপন করে অবস্থান করছে। তার স্ত্রী আছমা আক্তারকে বাদী করে নান্দাইল মডেল থানায় প্রতিপক্ষ আপন ভাই মোঃ জসিম উদ্দিন, মোঃ ইয়াসীন হোসেন সাদ্দাম, মোঃ আকরাম হোসেন, মোঃ হাসিম উদ্দিন সহ ৬ জনের নামে নান্দাইল মডেল থানায় গত ১৯মে ২০১৫ মহিলা সহ আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে যাচ্ছে। মামলা নং ১৫(৫)২০১৫। বর্তমানে মোঃ হাসিম উদ্দিনের মাস্টারের কথিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে নীরিহ কৃষক মোঃ জসিম উদ্দিন গং নিজ বাড়ীত অবস্থান করতে পারছেনা। এলাকাবাসী ও মোঃ জসিম উদ্দিন আরো জানান, উক্ত হাসিম উদ্দিন মাস্টার সিলেট থেকে বাড়ীতে এসেই তার লোকজন নিয়ে নীরিহ লোকজনকে বিভিন্ন ভাবে অত্যাচার ও নির্যাতন করে যাচ্ছে। জমি বিক্রি করে টাকা গ্রহন করেও জমি রেজিস্ট্রি করে দিচ্ছেনা। এলাকাবাসী উক্ত মিথ্যা মামলা থেকে নীরিহ ব্যক্তিদের অব্যাহতি প্রদান করে কথিত সন্ত্রাসী ও দাঙ্গাবাজ মোঃ হাসিম উদ্দিন মাস্টারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছেন। বেতাগৈর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ হাসিম উদ্দিন মাস্টারের নামে জেলা ময়মনসিংহের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মোছাঃ নাসিমা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।