Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

নান্দাইলে অটো চালককে জবাই করার চেষ্টা আটক -২

অক্টোবর ২৬, ২০১৭
অপরাধ, আইন- আদালত, ময়মনসিংহ
No Comment

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাইওয়ে সড়কের পালাহার নামক স্থানে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কতিপয় দুর্বৃত্ত অটো ছিনতাইয়ের জন্য অটো চালক উত্তর মুশুলী গ্রামের হাতেম আলীর পুত্র বাবু (১৭)কে জবাই করার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা বাবুর ডাক চিৎকারে এগিয়ে আসলে ২জন দুর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে আরও ২ জন আটক হয়। আটককৃতরা হচ্ছে ফেনী জেলার ছাইদুর রহমানের পুত্র যুবায়ের ও কিশোরগঞ্জ সদরের গাইটাল এলাকার রং মিস্ত্রী রফিকের পুত্র সাগর। জনতা আটককৃতদের নান্দাইল মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে। গুরুতর আহত অটো চালক বাবুকে আশংকাজনক অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তার উন্নত চিকিৎসার জন্য দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।