Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

নরসিংদীর বেলাবোতে ভয়াবহ অগ্নিকান্ড

অক্টোবর ১৩, ২০১৫
অগ্নিকান্ড, নরসিংদী
No Comment

ফারুক আহম্ম্দে, বেলাব(নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবোর উপজেলার নারায়নপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে পাটের গুদামসহ পুড়ে ছাই হয়ে গেছে আরো দুটি দোকান। এতে অন্তুত ৬০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। সকাল আনুমানিক ৯ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ogni-kando
পাটের গুদামের মালিক মঞ্জুরুল ইসলাম জানান, সকালে গুদাম ঘরে আগুন লাগার খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নরিসংদী ফায়ার সার্ভিস, রায়পুরা ফায়ার সার্ভিস ও ভৈরবের ফায়ার সার্ভিস দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রনে আনেন। এ সময় পাটের গুদামের পাশের একটি ওষধের দোকান ও তুলার দোকান পুরে ছাই হয়ে যায়। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।