Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে লিজন সভাপতি ও ওয়াহিদ সম্পাদক

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে মেহেদী জামান লিজন (দৈনিক প্রতিদিনের সংবাদ) কে সভাপতি ও ওয়াহিদুল ইসলাম ( বাংলা ট্রিবিউন) কে সাধারণ সম্পাদক করা হয়েছে ।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য কক্ষে, উপচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এর উপস্থিতে এ কমিটি গঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর, প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর, উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম কে প্রধান উপদেষ্টা করে প্রতিষ্ঠাকালীন সভাপতি সজীব আহমেদ ও সাধারণ সম্পাদক আজিজার রহমান’কে উপদেষ্টা করে এক বছর মেয়াদী ৮ (আট) সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি গঠিত করে জাককানইবিসাস।
কমিটির অনন্যা সদস্যরা হলেন সহ-সভাপতি রাশেদ সৌরভ, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বিপুল, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফাহিম (তুহিন) এবং সদস্য মোঃ জসিম আহমেদ।