Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

জুলাই ৩, ২০১৮
অপমৃত্যু, দূর্ঘটনা, নওগাঁ
No Comment

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় ইট বোঝাই ট্রাক্টরের চাপায় সিএনজির যাত্রী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মান্দা উপজেলার ঘাটপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনারপর ট্রাক্টরটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন।
নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার বামইন জুগিবাড়ী গ্রামের আজিজুল হক (২৫) ও তার আড়াই বছর বয়সের মেয়ে তাসফিয়া খাতুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলের দিকে বাবা-মেয়ে রাজশাহী থেকে মান্দা হয়ে গ্রামের বাড়ি জুগিবাড়ীতে সিএনজি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় মান্দা উপজেলার ঘাটপুর মধ্যপাড়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে নেয়া হয়েছে। এসময় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।