Pages

Categories

Search

আজ- শনিবার ১৭ নভেম্বর ২০১৮

নওগাঁয় সুলতান সুলেমান এর প্রচার বন্ধ না হওয়ার দাবীতে মানববন্ধন

ডিসেম্বর ২৯, ২০১৬
নওগাঁ, মানববন্ধন
No Comment

naogaon-humanchain-pic
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দীপ্ত টিভি দর্শক ফোরামের উদ্যোগে শহরের উকিলপাড়ায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় মেগা সিরিয়াল “সুলতান সুলেমান” এর প্রচার বন্ধ না হওয়ার দাবীতে এক মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধন ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন দীপ্ত টিভিতে প্রচারিত এই মেগাসিরিয়ালটি খুব অল্প সময়ে অধিক জনপ্রিয় হওয়ায় কতিপয় মহল এই সিরিয়ালটি বন্ধ করার পায়তারা করছে। আমরা সেই কতিপয় মহলগুলোর প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি। আমরা এই অপসংস্কৃতির ভিড়ে দীপ্ত টিভিতে প্রচারিত এই “সুলতান সুলেমান” মেগা সিরিয়ালটি স্ব-পরিবারে এক সঙ্গে বসে দেখতে পারি। তাই আমরা এই সিরিয়ারটির শেষ পর্যন্ত দেখতে চাই। এতে করে যতই বাধা-বিপত্তি আসুক না কেন তা দর্শকরা উড়িয়ে দিবে।