নওগাঁয় সওজ কর্মচারীদের মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদপ্তরের ওয়ার্কচার্জড কর্মচারীদের সাত দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্যোগে শহরের সার্কিট হাউজের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার আহŸায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব আব্দুল বাদেস, সদস্য শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল ওহাব, রোবায়েত জামান প্রমূখ।
মানববন্ধনে জেলার অন্যান্য উপজেলার প্রায় শতাধিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের সাত দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন ।