Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

নওগাঁয় পুলিশ সুপারের ঈদের শুভেচ্ছা বিনিময়ে লিফলেট

সেপ্টেম্বর ১১, ২০১৬
এক্সক্লুসিভ, নওগাঁ, সরকারি কর্মচারী
No Comment

naogaon_pic_11-09-16-11
জি এম মিঠন উত্তরাঞ্চল প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএ, পিপিএম ঢাকা বাসষ্টান শহরের মুক্তির মোড় বালু ডাঙ্গা বাসষ্টানসহ বিভিন্ন স্থানে থেকে আগত যাত্রীদের নিজেই সচেতনতা মূলক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। রবিবার বিকেলে নওগাঁ শহরের ঢাকা বাস ষ্টান শহরের মুক্তির মোড় বালু ডাঙ্গা বাসষ্টানসহ বিভিন্ন স্থানে জনসাধারণকে আরও অধিকতর সচেতন হওয়ার লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া আগত যাত্রীদের আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) মোহসিন আলী, নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম. ডিবির ওসি জাকির“ল ইসলাম, ডিআইও-১ মোসলেম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর রেজা খান, সদর থার ওসি (তদন্ত) সামসুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য পুলিশ সুপার জঙ্গী কে না বুলুন সম্বলিত লিফলেট বিভিন্ন স্থানে ওয়ালিং করাসহ উপদেশ মূলক লিফলেটে: ফুটপাত, অস্থায়ী দোকান, ডাবের পানি, জুস, চা, কফি, পান, খেজুর, ঝালমুড়ি, শক্তি বর্ধক হালুয়া, ক্রীম জাতীয় বিস্কুট, চকলেটে অজ্ঞান পার্টির সদস্যরা নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে জনগনকে অচেতন করে অর্থ লুট করে, এছাড়া যাত্রাপথে বা হাট বাজারে, সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, রিক্সা চালকদের দেয়া কোন খাবার না খাওয়াসহ যাত্রা পথে খাবারের পর বা যে কোন সময় অন্যের দেয়া টিস্যু বা কাপড়ে মুখ মুছবেনা না ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।