Pages

Categories

Search

আজ- রবিবার ১৮ নভেম্বর ২০১৮

নওগাঁয় ট্রাকের চাপায় চার্জার ভ্যান চালক নিহত-আহত-৩

ডিসেম্বর ২৭, ২০১৬
অপমৃত্যু, দূর্ঘটনা, নওগাঁ, সড়ক
No Comment

জি,এম মিঠন উত্তরাঞ্চল প্রতিnaogaon-pic-4নিধি:
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় এক চার্জার ভ্যান চালক নিহত হয়েছে। এসময় আরো ৩ জন ভ্যান যাত্রী আহত হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টারদিকে নওগাঁ-মহাদেবপুর সড়কের শ্যামপুর মোড় নামক স্থানে।
নওগাঁর নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আমিনুল জানান, তিনজন যাত্রীকে নিয়ে সরস্বতীপুর হাট থেকে তের মাইল নামক স্থানে যাচ্ছিল চার্জার ভ্যানটি। শ্যামপুর মোড় নামক স্থানে পৌছলে নওগাঁ থেকে মহাদেবপুর অভিমুখি একটি অঙ্গাত নাম্বর ট্রাক ঘটনাস্থলে যাত্রীবাহী ভ্যানটিকে চাপাদিলে ঘটনাস্থলেই ভ্যানের চালক নিহত হয় এবং তিন যাত্রী আহত হলে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন এলাকার লোকজন । নিহত ভ্যান চালক হলেন, মহাদেবপুর উপজেলার দাশড়া গ্রামের মেছের আলী সরদারের ছেলে আতিকুর রহমান (২০) আহতরা হলেন, আছির উদ্দীন মন্ডল, আমেজ উদ্দীন ও সাইফুল ইসলাম।
ফাঁড়ি পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। সংবাদ সংগ্রহকালে মামলার পস্তুুতি চলছিল।