Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

নওগাঁয় জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ৪, ২০১৭
জাতীয়, দিবস, নওগাঁ
No Comment


জি এম মিঠন, উত্তরাঞ্চল প্রতিনিধি : “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় ৪৬তম জাতীয় সমবায় দিবস ২০১৭ পালিত হযেছে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। শনিবার সকালে জেলা সমবায় কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যোর মধ্যে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা সমবায় অফিসার আতোয়ার রহমান, সমবায়ী লায়লা আরজুমান্দ বানু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিভিন্ন সমবায়দের মাঝে ক্রেষ্ট প্রদান করেন।
অপরদিকেঃ জেলার মহাদেবপুর উপজেলা সমবায় অফিসের উদ্যোগে “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও বর্নাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। র‌্যালীতে উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার নান্নু, ভাইচ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা সমবায় অফিসার সামছুল হক সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক বৃন্দ।