নওগাঁয় চলছে মৃদু তাপ প্রবাহ ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি পাতের সম্ভবনা
নওগাঁ প্রতিনিধি ঃ প্রচন্ড গরমে জীবন যাপন বিপর্যস্থ হয়ে পড়েছে। নওগাঁ জেলায় রমজান মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই তাপদাহ একই ভাবে চলছে গত ২৫ দিন যাবত। তবে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে বলে নওগাঁ বছলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। গত ১০ জুন ছিল নওগাঁ জেলাসহ পাশ্ববর্তি এলাকা গুলোয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রী সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। আবাহাওয়া অফিস বলছে এটাকে মুদু তাপ প্রবাহ। শুক্রবার যোলশহর জেলায় দেশের সর্বচ্চো তাপমাতা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেকক্ষক হামিদুল হক জানান, প্রতি বছর এই সময় বাতাসে জ্বলিয় বাস্পের পরিমান বেশী থাকে। ফলে এই সময় তাপমাত্রা সাধারনত বেড়ে থাকে। বর্তমানে বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয়। তবে এই অঞ্চলে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে।