Pages

Categories

Search

আজ- রবিবার ২৪ মার্চ ২০১৯

নওগাঁয় কুমারী পুঁজা

সেপ্টেম্বর ২৮, ২০১৭
নওগাঁ
No Comment


মো.আককাস আলী, (মহাদেবপুর) নওগাঁ : বৃহস্পতিবার সকালে নওগাঁর মন্ডপে মন্ডপে শুরু হয় হিন্দু স¤প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের অষ্টমী ও কুমারী পূঁজা। সকাল থেকে পুজা মন্ডপ গুলোতে দূর্গা দেবীকে পূঁজার অর্ঘ ও আরতি দিয়ে শুরু হয় কুমারী পূঁজার নানান আয়োজন। আর এই উপলক্ষে পুজা মন্ডপ গুলোয় ভক্তদের ছিল উপচেপরা ভিড়। তারা তাদের মনোবাসনার পূর্নতা চেয়ে দেবীর নিকট প্রার্থনা করে। ঢাক ঢোল কাশর ও শংখের শব্দ আর ধূপের ধোয়ায় মাঝে পুরোহিতের মন্ত্র পাঠে সৃষ্টি হয় অভ‚ত আরাধনার পরিবেশ।