Pages

Categories

Search

আজ- রবিবার ২৬ মে ২০১৯

নওগাঁয় ঐতিহ্যবাহি হা-ডু-ডু প্রতিযোগিতা শুরু হয়েছে

অক্টোবর ৩০, ২০১৭
খেলাধুলা, নওগাঁ
No Comment


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হা-ডু-ডু প্রতিযোগিতা শুরু হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং আমাদের দেশীয় সংস্কৃতি বিকাশের লক্ষে স্থানীয় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা তিলকপুর পুর ইউনিয়নের ফতেপুর বাজারে এই প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার সকালে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সাধারন পরিষদ সদস্য ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠঅনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মুসতানজিদা খানম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও জেলা প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী সদস্য আব্দুর রউফ পাভেল। এই প্রতিযোগিতায় এলাকার মোট ৮টি হা-ডু-ডু দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় বোয়ালিয়া ইউনিয়ন দল এবং কাদোয়া প্রভাতী সংসদ। ৫৭-৩৬ পয়েন্টে বোয়ালিয়া ইউনিয়ন দল জয়লাভ করে।