Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৭ জানুয়ারি, ২০১৯

নওগাঁয় এস এ টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জানুয়ারি, ১৯, ২০১৭
নওগাঁ, মিডিয়া
No Comment

Naogaon Pic-1
জি,এম মিঠন উত্তরাঞ্চল প্রতিনিধি: নওগাঁয় এস এ টিভি’র ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। এস এ টিভি নওগাঁ প্রতিনিধি এর আয়োজন করেন। বৃহষ্পতিবার সকালে শহরের তাজের মোড় থেকে একটি র‌্যালীর বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আয়োজন হোটেলে গিয়ে শেষ হয়। পরে আয়োজন হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম। জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, বেসরকারী উন্নয়ন সংগঠন আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী এবং এস এ টিভি’র নওগাঁ প্রতিনিধি মামুনুর রহমান বাবু প্রমুখ।