Pages

Categories

Search

আজ- রবিবার ২৪ মার্চ ২০১৯

নওগাঁয় এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলমের মোটর সাইকেল চুরি


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দিনকাল ও দৈনিক সানশাইন পত্রিকার সাংবাদিক এ,এস,এম রায়হান আলম এর ডিসকোভার-১৩৫ সি,সি, লাল রং এর মোটর সাইকেল শহরের বাঙ্গবাড়ীয়া থানাপাড়ার বাসার সামনে থেকে চুরি হয়ে গেছে।
সাংবাদিক রায়হান আলম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে প্রতিদিনের ন্যায় বাসার সামনে তালাবদ্ধ করে দুপুরের খাবার খেয়ে তার আনুমানিক ৪টার সময় ব্যক্তিগত অফিসে যাবার বের হয়ে দেখে তার গাড়ী সেখানে আর নেই। গাড়ী চুরি হয়ে গেছে। অনেক খোজাখুজি করে এখনও পর্যন্ত পাওয়া যায় নাই। মোটর সাইকেলে চেসিস নং-১০০২১, ইঞ্জিন নং-৫০০৫০, রং-লাল, সামনে সাংবাদিক, পিছনে প্রেস ও এটিএন বাংলা লেখা।
এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলামকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।