Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

নওগাঁয় আইএটি অ্যাপস্ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জুলাই ২৪, ২০১৭
তথ্য ও প্রযুক্তি, নওগাঁ
No Comment


নওগাঁ প্রতিনিধি: শিশু শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা অগ্রগতি যাচাইয়ের লক্ষ্যে রিড প্রকল্পের উদ্যোগে নওগাঁয় ইন্সট্রাকশনাল অ্যাডজাস্টমেন্ট টুলস (আইএটি) অ্যাপস ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার শহরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলাম।
এতে জেলার ৬টি উপজেলার নির্বাচিত ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রিড প্রকল্পের কর্মকর্তারা আইএটি অ্যাপস বিষয়ক প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করছে। জেলার নির্বাচিত ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অ্যাপসটি ব্যবহৃত হবে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেনের রিড প্রকল্পের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রওনক চন্দ্র মহন্ত। এছাড়া সেভ দ্য চিলড্রেন নওগাঁর ব্যবস্থাপক (অপারেশন) শফিকুল ইসলামসহ আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রওনক কুমার মহন্ত বলেন, ‘নওগাঁসহ দেশের তিনটি জেলার ৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই আইএটি অ্যাপস্ ব্যবহার শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।’
ইউএসএআইডির অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর ৬টি উপজেলার ৬৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ রিড প্রকল্প বাস্তবায়ন করছে।