নওগাঁয় অভাবকে হার মানিয়ে লেখাপড়পা চালিয়ে যাচ্ছে দরিদ্র কলা চাষীর ছেলে রুবেল হোসেন
মো.আককাস আলী, মেহাদেবপুর)নওগাঁ : অভাব অনটন যেন নিত্য দিনের সঙ্গি খায়রুল ইসলামের পরিবারে। এক সময় খেয়ে না খেয়ে দিন পার করত এই দারিদ্র পরিবার। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে। বৃদ্ধা মা ও স্ত্রীকে নিয়ে খায়রুল ইসলাম এর সংসার। সেই সময়য়ে খায়রুল ইসলাম ভ্যান চালিয়ে আবার কখনও কামলা দিয়ে পরিবার চালাত। এখন আর খায়রুল ইসলামকে পরের বাড়ীতে কামলা ভ্যান চালিয়ে সংসার চালাতে হয় না। এলাকার গৃহীন অণ্যদের জমি কর্জ নিয়ে শুরু করে কলা চাষ। ওই কলাবাগানে কঠোর পরিশ্রম করে বাবা ও ছেলে রুবেল হোসেন। এই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রুবেল হোসেন এবার এসএসসি পরীক্ষা দিবে। দারিদ্র কলা চাষী খায়রুল ইসলাম মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শীবপুর গ্রামের(আমবাান) মৃত তজিবর সরদারের বড় ছেলে। রুবেল হোসেন বাবার সাথে কাজের ফাঁকে ফাঁকে পড়াশুনা এবং এই মহল্লার প্রতিটি পরিবারের টুকিটাকী কাজের ফরমান যেন রুবেলের নিত্য দিনের সঙ্গি। রুবেল কখনও কারো আবদার পুরুন করেনি এমন কথা হয়তবা কারো মুখে শুনা যাবে না। এব্যাপারে খায়রুল ইসলাম এই প্রতিবেদককে জানান, অভাবের সঙ্গে যুদ্ধ করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমার একমাত্র ছেলে লেখা-পড়া শিখিয়ে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছিলাম জানি না উপআলা কতটুকু সফলতা দিবে। তবে আমার ছেলে আজও কঠোর পরিশ্রমের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। আপনার সবাই আমার রুবেলের জন্য দোয়া করবেন।