Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২২

নভেম্বর ২৭, ২০১৫
দূর্ঘটনা, সড়ক, সিরাজগঞ্জ
No Comment

10188বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের পাঁচলিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী ‘এস আর পরিবহন’ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছুলে ঢাকা থেকে ছেড়ে আসা ‘এস আলম পরিবহনের’ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অন্তত ২২ জন আহত হয়। তাদের সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উভয় মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।