Pages

Categories

Search

আজ- সোমবার ২৭ মে ২০১৯

দল হেরে যাওয়ায় স্বজনহারা কান্না ক্ষুদে খেলোয়ারদের


মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি : নিজ দলটি সেমিফাইনালে এসে ট্রাইব্রেকারে হেরে যাওয়ায় মনের আবেগ সংযত করতে না পেরে একে একে সবাই মাঠে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে।

আকষ্মিক এ দৃশ্যে হতভম্ব স্কুল শিক্ষক ও খেলার দর্শকরা। পরে উপস্থিত লোকজন তাদের টেনে তুলে সান্তনা দেয়ার চেষ্টা চালায়।

মঙ্গলবার দুপুরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা শেষ হওয়ার পর এ দৃশ্যের অবতারনা হয়। ঘটনাটি হাস্যকর মনে হলেও এটি নিরর্থক নয় বলে জানান শিক্ষক ও অভিভাবকরা। সংশ্লিষ্ঠদের মতে এ ঘটনায় কোমলমতি শিশুদের মধ্যে খেলার প্রতি তাদের দুর্নিবার আকর্ষনকেই প্রকাশ করেছে।

সরকার প্রতিষ্ঠান গুলোতে খেলার মাঠ বাধ্যতামুলক কররেও দেশের অধিকাংশ শিশু নানা কারনে খেলাধুলা থেকে বঞ্চিত থাকে। ফলে শারিরিক ও মানষিক বিকাশ ঘটেনা সঠিক ভাবে।

দৃশ্যটি ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের দক্ষিন ভান্ডাব সরকারী প্রাথমিক বিদ্যালয় দলের। খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে প্রতিপক্ষের কাছে ৪-৩গোলে পরাজিত হয়।