Pages

Categories

Search

আজ- মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ত্রিশালে ১৫ দিন ধরে যুবক নিখোঁজ

ডিসেম্বর ২৫, ২০১৬
ময়মনসিংহ, সন্ধ্যান
No Comment

nikhoj

এইচ এম মোমিন তালুকদার,ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালের ধানীখেলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের তালুকদার বাড়ির মৃত আঃ মতিন তালকদারের ছোট ছেলে মনিরুর মতিন সুজন তালুকদার (৩২) গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সুজনের বড় ভাই নয়ন তালুকদার জানান, গত ১১ ডিসেম্বর রবিবার উপজেলার হরিরামপুর গ্রামে শশুরবাড়ি থেকে বড় ভাই টোকন তালুকদারের সঙ্গে আসার পথে হটাৎ পেছন থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় নিখোঁজ হন।৬ ভাই ও এক বোনের মধ্যে সুজন সবার ছোট। সুজনের স্ত্রী এবং ৫ ও ২ বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে।