Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

তাড়াশে ১৮ বছর চাকুরী করেও বেতন বঞ্চিত ২০ শিক্ষক

Chalonbil_pic_05.07.15[2]
এ এম জাহিদ হাসান, চলনবিল ব্যুরো চীফ ঃ সিরাজগঞ্জের তাড়াশে ৫টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষক দীর্ঘ ১৮ বছর যাবৎ চাকুরী করেও সরকারী স্কেলে বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। রবিবার তাড়াশ প্রেসক্লাব হল রুমে এক সংবাদ সম্মেলনে সুবিধা বঞ্চিত ওই ২০ জন শিক্ষকের উপস্থিতিতে ভাটড়া শেখ পাড়া কমিউনিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে তাদের মানবেতর জীবন যাপনের চিত্র তুলে ধরেন। এবং ঈদের আগেই তাদেরকে সরকারি গেজেটভূক্ত করে বেতন-ভাতা প্রদানের জোর দাবি জানান। জানা গেছে উপজেলার ভাটরা শেখ পাড়া, কুশাবাড়ী, বিনোদপুর, খোশালপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও লাঙ্গলমুড়া-তেতুলিয়া পাঠদান অনুমোদন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১৮ বছর যাবৎ পাঠদান কার্যক্রম চালিয়ে সরকারি করণের গেজেটভূক্ত হয়। কিন্তু ওই বিদ্যালয় গুলোতে কর্মরত ২০ জন শিক্ষক গেজেটভূক্ত না হওয়ায় মাত্র ১৮শ’ ৮০ টাকা ভাতা পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান আলী বলেন, ওই শিক্ষকগণকে গেজেটভূক্ত করার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুত তারা গেজেটভূক্ত হয়ে বেতন-ভাতা পাবেন।