তাড়াশে মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে কোচ্ খাদে; দূর্ঘটনায় নিহত-১ আহত ৪০ জন
এ এম জাহিদ হাসান, চলনবিল ব্যুরো চীফ ঃ
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯নং ব্রীজে রাজশাহীগামী জিএম ট্রাভেল্স (ঢাকা-মেট্রো-ব ১৪-২৪০৯) কোচ্ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ১ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত নাটোর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু সামা জানান, বুধবার দুপুরের ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী জিএম ট্রাভেল্স কোচ গাড়ী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া নামকস্থানের ৯নং ব্রীজের কাছে অন্য একটি দ্রুতগামীকে বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে কোচটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে কোচ যাত্রী নাটোর সদর থানার ফুলচর গ্রামের সাবেদ আলী (৬৫) মারা যায় ও কমপক্ষে ৪০জন আহত হয়েছে। খবর পেয়ে সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও নাটোর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা করে নিহত ও আহতদের উদ্ধার করেন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, বনপাড়া আমেনা (প্রাঃ) কিøনিক, নাটোর সদর হাসপাতাল, ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।