Pages

Categories

Search

আজ- শনিবার ১৬ ফেব্রুয়ারি ২০১৯

তাড়াশে প্রতিবন্ধীদের মাঝে অনুদান ও চারা-গাছ বিতরণ

জুলাই ৩০, ২০১৫
এনজিও, কৃষি, সিরাজগঞ্জ
No Comment

Cholonbil_Pic_30-07-15

এ এম জাহিদ হাসান, চলনবিল ব্যুরো চীফ:
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের অনুদান ও চারা-গাছ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ধরনের অনুদান ও চারা-গাছ বিতরণ করা হয়েছে । প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল¬ুর রহমান খান ১৮ জন দু:স্থ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকার অনুদান সামগ্রী, ৪ জনকে আয়বর্ধনমূলক মুদি ও মনোহারী দোকানের মালামাল, ৪ জনকে রেফারাল/চিকিৎসাসেবা সহযোগিতা এবং ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়া পরিবর্তন সংস্থা নিজ অর্থায়নে ৪২ জন প্রতিবন্ধী-অপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে ২৫২টি ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্বাস্থ্য কমপ্লে·ের  মেডিকেল অফিসার সজিব রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সালাম, সিডিডি সংস্থার এ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর- অর্থোসিস অসিত কুমার চক্রবতী, সাংবাদিক এ এম জাহিদ হাসান, মোতালেব হুসাইন মামুন, ফারুক আহমেদ, সোহেল রানা সোহাগ, পরিবর্তন সংস্থার কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম, ম্যানেজার,গোলাম মোস্তফা, প্রশিক্ষক রোকসানা খাতুন প্রমূখ ।