Pages

Categories

Search

আজ- শনিবার ১৭ নভেম্বর ২০১৮

তাড়াশে চালককে ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাই

এ এম জাহিদ হাসান, চলনবিল ব্যুরো চীফ ঃ
সিরাগঞ্জের তাড়াশে চালককে ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। অটো চালক উপজেলার ক্ষীরতলা গ্রামের নগেন্দ্র নাথের ছেলে প্রশান্ত কুমার (২৫) কে মূমূর্ষ অবস্থায় তাড়াশ শ্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, বুধবার রাত ৮.৩০ দিকে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের পৌষার ব্রীজ নামক এলাকায় পৌছলে দুবৃর্ত্তরা অটোভ্যান থামিয়ে চালক প্রশান্ত কুমারকে ছুড়িকাঘাত করে তা ছিনতাই করে নিয়ে যায়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুবৃর্ত্তদের আটকে সাড়াঁশি অভিযান চলছে।