Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৬ নভেম্বর ২০১৮

তাড়াশে ঈদের দিনে পানিতেডুবে শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০১৫
অপমৃত্যু, চলনবিল, সিরাজগঞ্জ
No Comment

এ এম জাহিদ হাসান, চলনবিল ব্যুরো চীফ ঃ
সিরাজগঞ্জের তাড়াশে ঈদের দিনে পানিতে ডুবে আবির হোসেন (৩) নামের এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শরিবার  দুপুরে উপজেলা সদরের দক্ষিণ পাড়ায়।   স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাছ আলী জানান, ওই পাড়ার মনির উদ্দিনের একমাত্র ছেলে আবির হোসেন বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স্রে নেওয়া হলে কত্বব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ঈদেও দিনে শিশুটির অকাল মৃত্যুতে পাড়ায় আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে।