Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

তাড়াশে আবাসিক হোটেলে অভিযান মালিকসহ আটক- ৫

নভেম্বর ১৫, ২০১৫
আইন- আদালত, সিরাজগঞ্জ
No Comment

10188এ এম জাহিদ হাসান, চলনবিল ব্যুরোচীফ :

সিরাজগঞ্জের তাড়াশে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেল মালিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ।
থানা সূত্রে জানাগেছে, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানার এসআই অনুজ সরকার উপজেলার নওগাঁ বাজারের রিমন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় মহিলাসহ ৪ জনকে আটক করে। পরে অসামাজিক কাজে সহযোগিতার দায়ে হোটেল মালিককেও আটক করা হয়। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের মৃত নিয়ামুদ্দিনের মেয়ে রহিমা খাতুন (৩২), পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের মৃত আজগর আরীর ছেলে সিরাজুল ইসলাম (৩৫), একই উপজেলার সুলতানপুর গ্রামের আল মাহমুদের ছেলে জহুরুল ইসলাম (৩১),ও তাড়াশ উপজেলার সাকুয়াদিঘী গ্রামের মৃত কাইয়ুম মন্ডলের ছেলে আব্দুস সালাম (৪০) এবং হোটেল মালিক নওগাঁ বাজারের লইমুদ্দিন খন্দকারের ছেলে তারা খন্দকার (৪৫)।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম জানান, রবিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।