Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০১৯

তাড়াশে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস যথাযথভাবে পালিত না হওয়ায় জনমনে প্রশ্ন

সেপ্টেম্বর ৮, ২০১৫
অনিয়ম, দিবস, সিরাজগঞ্জ
No Comment

এ এম জাহিদ হাসান , চলনবিল ব্যুরো : সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক স্বাক্ষরতা  দিবস পালিত না হওয়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের অবহেলার অভিযোগ উঠেছে । ৮ সেপ্টম্বর সরকারি ভাবে সারা দেশে যথাযথভাবে আন্তর্জাতিক স্বাক্ষরতা  দিবস পালিত হলেও তাড়াশে তা ফটো সেসনের মাধ্যমে পালিত হয়েছে। ছাত্র, শিক্ষক শিক্ষাবিদ ও সুশীল সমাজের লোকজনকে আমন্ত্রণ না করে দিবসটি যথাযথ ভাবে পালিত না হওয়ায়  জনমনে নানা প্রশ্ন উঠেছে । সরকারী এই দিবসটি পালনের জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছোলায়মান আলী ভুমিকা রহস্য জনক। সকালে উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  ছোলায়মান আলী স্থানীয় একটি এনজিও‘র কয়েকজন কর্মচারী ও তাড়াশ মডেল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়ে তার অফিসের সামনে র‌্যালির ব্যানারসহ ছবি তুলে ফটোসেসন করেছে । সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক, সাংবাদিক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করার কথা থাকলেও তা করা হয়নি । তিনি সরকারী এই গুরত্বপূর্ণ দিবসের আয়োজন না করে উক্ত বেসরকারী সংস্থার সাথে আয়োজনের বরাদ্দকৃত অর্থ ভাগ বাটোয়ারার  করেছেন । এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছোলায়মান আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক, সুশীল সমাজকে আমন্ত্রণ জানানো হয়নি শুধু র‌্যালী হয়েছে।