Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৪ মে ২০১৯

তাড়াশে আইনশৃক্সখলা কমিটির মাসিক সভা

জুন ২৯, ২০১৫
আইন- আদালত, চলনবিল, সিরাজগঞ্জ
No Comment

Chalonbil_pic_29.06.15[1]
এ এম জাহিদ হাসান, চলনবিল ব্যুরো চীফ ঃ সিরাজগঞ্জের তাড়াশে সোমবার উপজেলা হলরুমে উপজেলা পরিষদের মাসিক আইন শৃক্সখলা বিষয়ক সভা  উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। সভায় আইন শৃক্সখলা বিষয়ে সার্বিক অবস্থা তুলে ধওে তাড়াশ থানার অফিসার ইনচার্জ এটিএম আমিনুল ইসলাম ।সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যানদ্বয় ফরহাদ আলী বিদ্যুৎ,মনোয়ারা খাতুন মিনি, প্রেসক্লাবের আহবায়ক প্রভাষক জাকির আকন, চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা , আব্বাসউসজামান, আব্দুস সামাদ খন্দকার, সাইদুর রহমান, আবু সাইদ খন্দকার সহ বিভিন্ন কর্মকর্তা ও সভার সদস্যগণ।