Pages

Categories

Search

আজ- রবিবার ১৬ জুন ২০১৯

ডুয়েটে পাঁচ দফা দাবিতে কর্মকর্তাদের মানববন্ধন

গাজীপুর দর্পণ রিপোর্ট: অভিন্ন চাকুরী বিধি রক্ষার কারণে কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা শিক্ষকদের মতো ৬৫ বছর করণসহ ৫দফা দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অফিসার্স এসোসিয়েশন সোমবার দুপুরে এক ঘন্টা ব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে আয়োজিত এ মানববন্ধনে এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সামসুদ্দোহা, ডেপুটি লাইব্রেরিয়ান মোঃ আবু আউয়াল সিদ্দিকী প্রমুখ।
সমাবেশে এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ এমদাদুল বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকসহ সকল শ্রেনীর কর্মকর্তা/কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা একই অর্থাৎ ৬০ বছর ছিল। বর্তমানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেবল শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর  করা হয়েছে। এখন পর্যন্ত অফিসারদের ক্ষেত্রে এ ব্যাপারে কোন বাস্তব পদক্ষেপ গৃহীত না হওয়ায় অফিসারদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এ ধরনের বৈষম্যমূলক নীতি কোন গণতান্ত্রিক দেশে কখনও কাম্য নয়। এ ব্যাপারে তিনি মাননীয় প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।

এসময় এসাসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মারুফ আহমেদ  অফিসারদের ৫ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো বিগত বছরগুলোর ন্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অভিন্ন বেতন কাঠামো ঘোষণা করা; অফিসারদের কয়েকটি পদে বেতন স্কেল সংশোধন করতঃ বর্তমান বেতন স্কেলের বৈষম্য দূরীকরণ; সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন অথরিটিতে অফিসারদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা; অতিরিক্ত রেজিস্ট্রার/সমমানের পদ সৃষ্টিসহ উক্তপদে নিয়োগ/পদোন্নতির ব্যবস্থা করা।