ডিজিটাল বাংলাদেশ গড়তে বিদ্যুতের কোন বিকল্প নেই —–হুইপ শহীদুজ্জামান সরকার
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এম.পি বলেছেন, দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিদ্যুতের কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকার অতিদ্রæততম সময়ে গ্রাম বাংলার ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুতের আলো পৌছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বর্তমান আ’লীগ সরকারে সংখ্যালঘু-সংখ্যাগুরু ভেদাভেদ নেই। হুইপ শহীদুজ্জামান সরকার এম.পি নওগাঁর ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নের ৪টি গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, যারা পেট্রোল বোমার রাজনীতি করে, দেশ প্রেমিক নাগরিক হিসেবে তাদের রাজনীতি প্রতিরোধ করা উচিত। তিনি বলেন, মানুষ জ্বালিয়ে, পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে অবশ্যই জনগণের জন্য কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কথা দিয়ে তা রক্ষা করতে হবে যা আমরা পেরেছি। তিনি আরো বলেন, মিথ্যা কথা বলে বেশি দিন রাজনীতি করা যায় না তাই আমি মিথ্যা কথা বলে রাজনীতি করি না। আমি কাজ করে সফল হতে চাই। রোববার বিকেলে আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়াারম্যান দেলদার হোসেন,ও’সি রকিবুল ইসলাম, পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ। পরে আগ্রাদ্বিগুন ইউনিয়নের এন্দোয়া ফুটবল মাঠে নলখাগড়া, দিঘীরপাড় আদিবাসী পাড়া, দক্ষিণখন্ডা ও এন্দোয়া গ্রামের ৩৩ লাখ ২১ হাজার ৬ শত টাকা ব্যয়ে ১৯১ টি পরিবারের বিদুৎ সংযোগের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এম.পি সুইজ টিপে বিদ্যুৎ সংযোগ প্রদানের শুভ উদ্বোধন করেন।