Pages

Categories

Search

আজ- সোমবার ১৯ নভেম্বর ২০১৮

টঙ্গী‌তে তুলার গুদা‌মে আগুন

অগাষ্ট ১৬, ২০১৭
অগ্নিকান্ড, টঙ্গী
No Comment

গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপু‌রের টঙ্গীতে তুলার গুদা‌মে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ৭ টার দি‌কে টঙ্গীর মিলগট এলাকায় এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে।

টঙ্গী ফায়ার সা‌ভি‌সের সিনিয়র স্টেশন অ‌ফিসার মো. আ‌তিকুর রহমান জানান, টঙ্গীর মিল‌গেট এলাকায় ৪টি ঝুট ও ত‌ুলার গুদা‌মে আগুন লা‌গে। খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌ভি‌সের ৩টি ইউ‌নিট কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নেন। ত‌বে ফায়ার সা‌ভি‌সের কমীরা আগুন সম্পূণভা‌বে নেভা‌তে কাজ কর‌ছে। তাৎক্ষ‌ণিক আগুন লাগার কারণ ও ক্ষ‌তির প‌রিমান জানা যায়‌নি। হতাহ‌তের কোন খবর পাওয়া যায়‌নি।