Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮

টঙ্গীতে হিজড়াদের পুনর্বাসনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সেপ্টেম্বর ১০, ২০১৫
এনজিও, টঙ্গী, মিডিয়া
No Comment

SAMSUNG CAMERA PICTURESটঙ্গী প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে টঙ্গী শিল্প এলাকায় বসবাসরত শতাধিক হিজড়াকে তাদের প্রচলিত আচার-আচরণ পরিবর্তন করে ও পেশাগত বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সমাজে পুনর্বাসনের লক্ষ্যে বাঁধন হিজড়া সংঘের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা টঙ্গী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাবের আহবায়ক শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইসিডিডিআরবি’র ট্রেনিং কো-অর্ডিনেটর উম্মে কাউসার সুমনা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল হাসান, ম্যানেজার মাসুম আহমেদ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু, যুগ্ম-আহবায়ক ওয়াজ উদ্দিন প্রমুখ।
হিজড়াদের বৃত্তিমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন শ্রেণি পেশার সাথে সম্পৃক্ত করে সমাজের মূল স্রোতের সাথে খাপ খাইয়ে পুনর্বাসনের জন্য বাঁধন হিজড়া সংঘের বিভিন্ন কর্মকান্ড গণমাধ্যম কর্মীদের মাঝে তুলে ধরা হয়। বাঁধন হিজড়া সংঘ ২০০৫ সাল থেকে টঙ্গীতে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছে। এ সময়ের মধ্যে জীবন দক্ষতার উপর ২৫৬জন হিজড়াকে প্রশিক্ষণ দিয়েছেন।