ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা
মোঃআমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতাঃ সাম্প্রতিককালে ঘটে যাওয়া সকল সন্ত্রাসী কর্মকান্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদের দেশের অন্যতম বিদ্যাপীঠ ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন নেছারাবাদ ইসলামী কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী। রোববার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষয় ভিত্তিক বিস্তারিত আলোচনা করেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ জাকির হোসেন।