Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৬ নভেম্বর ২০১৮

ঝালকাঠিতে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতাঃ নানা আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠিতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাচান খান বাপ্পী সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাসান খান, শফিকুল ইসলাম লিটন ও সদর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।