Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

ঝালকাঠিতে সারেঙ্গল পানি ব্যবস্থাপনা সমবয় সমিতির উদ্যেগে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে খালের পলি অপসারন

মে ৫, ২০১৭
এনজিও, ঝালকাঠি, বিবিধ
No Comment

 

মোঃ আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতাঃ ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল পানি ব্যবস্থাপনা সমবয় সমিতি লিমিটেড এর উদ্যেগে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে খালের পলি অপসারন ও জঙ্গল পরিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার এই কাজ পরিদর্শন করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী ফুলকাম বাদশা, সদর উপজেলা প্রকৌশলী মো. আরিফউদ্দৌলা, সহকারি প্রকৌশলী খায়রুল হাসান, সোসিও ইকোনোমিস্ট সাইদুর রহমান, প্রশিক্ষন কর্মকর্তা আজাদ আবুল কালাম, ফেসিলেটর দেলোয়ার হোসেন, সারেঙ্গল পানি ব্যবস্থাপনা সমবয় সমিতি লিমিটেড এর সভাপতি শেখ মো. মজিবর রহমান। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে খালের পলি অপসারন ও জঙ্গল পরিস্কারের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিবর্গ। জানাগেছে, কৃষি কাজ ও মৎস চাষে উন্নয়ন করার লক্ষে সারেঙ্গল পানি ব্যবস্থাপনা সমবয় সমিতি লিমিটেড এর মাধ্যমে ৯.৬৩ কিলোমিটার খাল খনন করা হয়েছে প্রায় তিন বছর পূর্বে। এর ফলে সময় মত পানি ওঠা নামার কারনে ওই সব অঞ্চলে এখন ভাল ফসল হচ্ছে। তবে বর্তমানে এ খাল গুলোতে পলি পরায় এই সমিতির প্রায় ৫০ জন সদস্য স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে তিন দিন ধরে পলি অপসারন ও জঙ্গল পরিস্কার করছে। বর্তমানে সারেঙ্গল পানি ব্যবস্থাপনা সমবয় সমিতি লিমিটেড এর ৫৮৩ জন উপকারভোগি সদস্য রয়েছে।