Pages

Categories

Search

আজ- শুক্রবার ২৬ এপ্রিল ২০১৯

ঝালকাঠিতে বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা

ডিসেম্বর ২১, ২০১৬
ঝালকাঠি, নারী অঙ্গন, বিশেষ প্রতিবেদন
No Comment

jhalokathi-pic-3-21-12-16-1

মোঃ আমিনুল ইসলাম,ঝালকাঠি সংবাদদাতাঃ ‘শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ স্লেগানকে সামনে রেখে ঝালকাঠিতে বুধবার (২১ ডিসেম্বর) ‘বাল্যবিবাহ প্রতিরোধ বাল্যবিবাহ বন্ধে জাতীয় কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদফতর ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে। জেলা প্রশাসন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এতে সহযোগিতা করে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা তথ্যপত্র উপস্থাপন করেন। সভায় যুব উন্নয়ন অধিদফতরের ডেপুটি কো-অর্ডিন্টের আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার ফরহাদ এবং প্রেস ক্লাবের সহ-সভাপতি শ্যামল চন্দ্র সরকার ও সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত বিশেষ আলোচক ছিলেন।

এছাড়া ঝালকাঠি পৌরসভার মহিলা কাউন্সিলর নাছিমা কামাল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি, সচেতন নাগরিক কমিটির সদস্য কবিতা হাওলাদার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, নলছিটি উপজেলা সুজনের সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা, উন্নয়নকর্মী নাসরিণ আক্তার, টিআইবির এরিয়া ম্যানেজার কাজী মোঃ এনামুল হক, স্টেপসের মাঠ সমন্বয়কারী মাহফুজুর রহমান, মেরি স্টোপসের ক্লিনিক ম্যানেজার শেখ নাজমুল সাহাদাত, ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিপু লাল দাস, মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষার্থী বন্যা সাহা প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা পর সুপারিশমালা প্রণয়ন করা হয়।