Pages

Categories

Search

আজ- শনিবার ১৭ নভেম্বর ২০১৮

জয়দেবপুর -ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২


গাজীপুর দর্পণ রিপোর্ট : জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর বেড়াইদেরচালা এলাকায় ট্রাক-লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।রোববার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লেগুনা চালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুল হকের ছেলে জসীম উদ্দিন (২৮) এবং লেগুনা যাত্রী গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনা বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে লেগুনাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই লেগুনা চালক জসিম উদ্দিন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জহিরুল ইসলাম নামে এক যাত্রী মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে গেছে।