চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার গোপিনাথপুর গ্রাম থেকে পুলিশ রবিবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করেছে।
নিহতের মেয়ে লিপা, হালিমা ও ছেলে চাঁদের উদ্ধৃতি দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন জানান, তিন ছেলেমেয়ে নিয়ে স্বামী রহম আলী তার স্ত্রী আলেয়া বেগমকে (৪০) নিয়ে শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন। ফজরের নামাজের সময় হঠাৎ রহম আলী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকেটে ফেলেন। ধস্তাধস্তির শব্দে ছেলেমেয়েদের ঘুম ভেঙে গেলে তারা দেখতে পান, বাবা অস্ত্র হাতে চলে যাচ্ছেন।
উপ-পরিদর্শক মহসিন আরও জানান, রহম আলী পলাতক রয়েছেন। এর আগের স্ত্রীকেও তিনি এভাবেই হত্যা করেন। তাকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।