Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮

গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের উদ্দ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

জানুয়ারি, ১৪, ২০১৮
গাইবান্ধা
No Comment

শাহ আলম সরকার সাজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি: ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির মহাসচিব ড.ইবনে আজিজ মোহম্মদ নুরুলহোদা ফরহাদ এর বিশেষ উদ্যোগে বরাদ্দ কৃত শীতবস্ত্র সোয়েটার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের মাধ্যমে দুস্থ্য অসহায় শীতার্তমানুষের পাশে দাড়িয়ে সামান্যতম হলেও শীত লাঘবের উদ্দেশ্যে শীতবস্ত্র সোয়েটার বিতরন করা হয়েছে।
রবিবার দুপুর দেড় টায় গোবিন্দগঞ্জ থানা মোড় ঘোড়াঘাট রোডস্থ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ের সামনে ফোরামের উদ্দ্যোগে দুস্থ্য অসহায় শীতার্ত মানুষের শীত লাঘবের উদ্দেশ্যে শীতবস্ত্র সোয়েটার বিতরন করেন ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক।
এ সময় উপস্থিত ছিলেন,গোবিন্দগঞ্জ সমিতির শাখার সভাপতি আব্দুর রউফ দুদু ,সম্পাদক এ এইচ এম সালেহ বেলাল,সদস্য শাহনুর ইসলাম , ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু , সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান , সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম , দপ্তর সম্পাদক কালামানিক দেব , প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত , সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ , নূর আলম আকন্দ , মোস্তাফিজার রহমান , সাংবাদিক আলমগীর হোসেন , মিজানূর রহমান প্রধান , সাইদুল ইসলাম প্রমূখ।