Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এপ্রিল ২৩, ২০১৮
অপমৃত্যু, গাইবান্ধা, দূর্ঘটনা
No Comment

শাহ আলম সরকার সাজু , গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা ) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের্ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের চারা বটগাছ এলাকায় হানিফ পরিবহনের সঙ্গে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কামদিয়া বাজারের ডিজেল, মবিল এর পাইকারী বিক্রেতা ফরিদ হোসেন ৪ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে বাগদা ফার্ম চারাবটগাছ এলাকায় বিপরিত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ মটর সাইকেল আরোহী ফরিদুল ইসলাম ফরিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মটর সাইকেল আরোহী ফরিদ হোসেন উপজেলার কামদিয়ার বাদশা মিয়ার ছেলে। হানিফ গাড়ীতে থাকা যাত্রী আরিফুল জানায় হানিফ গাড়ী চালকের দোষেই দূর্ঘটনাটি ঘটেছে কারণ চালক দীর্ঘ সময় ধরে গাড়ী চালানো অবস্থায় মোবাইলে কথা বলছিল ফলে সে গাড়ী চালোনায় অমনোযোগী হয়ে পড়ে এবং মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয় এতেই দূর্ঘটনাটি ঘটে।
ফরিদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক কোচটিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ আটক করেছে ।