Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

গোবিন্দগঞ্জে নৈশকোচ- ট্রাক সংর্ঘষে নিহত-৬ আহত ২৭


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) শাহ আলম সরকার সাজু : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশ কোচ – ট্রাক সংর্ঘষে নিহত-৫ আহত ২৭ জন ।
গত রবিবার ভোর ৩ টায় গোবিন্দগঞ্জের বালুয়া বাজারের অদুরে ৪১ মাইল নামক স্থানে নৈশ কোচ শাকিল পরিবহন (ঢাকা- মে -ব-১১-১০৯৩) ও পাথর বোঝাই ট্রাক (টাঙ্গাইল- ট-০২-০৬৩৭) সংর্ঘষে ঘটনাস্থলে কোচের ৫ যাত্রি নিহত সহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছে ।
হাইওয়ের থানার ও সি বাশার জানিয়েছেন , নৈশকোচটি ঢাকা থেকে যাত্রি নিয়ে রংপুর যাওয়ার পথে উক্তস্থানে বগুড়া গামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই ৪জন হাসপাতালে আরো ১ জনসহ ৫ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ৪/৫ জন আশংকাজনক বলে জানিয়েছেন। আহতদেরকে রংপুর-বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে র্ভতি করা হয়েছে।
নিহতরা হলেন,নিলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপুর গ্রামের মাহবুব মন্ডলের পুত্র আব্দুল ওয়াব (৪৫),গাইবান্ধা জেলা সদরের নারায়নপুর গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী শাপলা বেগম (৩০)ও তার শিশু পুত্র আব্দুল আলীম (৬)। নিহত অন্য তিন জনের পরিচয় এ রিপোর্ট লেখা পযর্ন্ত পাওয়া যায়নি ।