Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ২৩ মে ২০১৯

গোবিন্দগঞ্জের নিখোঁজ আলামিনকে পেতে চায় তার পরিবার

অগাষ্ট ১, ২০১৭
গাইবান্ধা, সন্ধ্যান
No Comment


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোঃ আলামিন শেখ (১৩) নামের এক ৪র্থ শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামের মোঃ মজনু শেখের ছোট ছেলে বলে জানা গেছে।
আলামিন উপজেলার সাহেবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। সে গত ১৩ জুলাই/১৭ ইং তারিখ বিকেলে বাড়ী থেকে বিস্কিট আনার জন্য দোকানে যাওয়ার পর বাড়ীতে আর ফিরে আসেনি। তার পরিবারের সদস্যরা বিভিন্ন আতœীয় স্বজনদের বাড়ীতে খোঁজ খবর নিয়ে আলামিনকে না পাওয়ায় বাবা মজনু শেখ গত ৩১ জুলাই গোবিন্দগঞ্জ থানায় ২০০৪ নং সাধারন ডাইরী করেন।
ডাইরীতে উল্লেখ্য আলামিন শেখের গায়ের রং- ফর্সা , উচ্চতা -৪ ফিট ৬ ইঞ্চি , গায়েঁ ছিল কালো রেখা গেঞ্জি ও পড়নে ছিল-কালো গ্যাবাডিন ফুল প্যান্ট। কোন ব্যক্তি দেখতে পেলে -০১৭৬২-৮১২১৫৯ মোবাইল নম্বরে জানানের জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা মজনু শেখ।