গোপালগঞ্জ হাসপাতাল মর্গে যুবতীর লাশ
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : সালমা (১৮) নামের এক যুবতী বিষপান করার পর শুক্রবার রাত প্রায় একটার দিকে কয়েকজন লোক তাকে গোপালগঞ্জ সদর ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে চলে যায়। তারা হাসপাতালের ভর্তি রেজিষ্টারে নাম ও ঠিকানা লেখায় নাম: সালমা,বয়স:১৮,পিতা: সুলতান মুন্সী,সাং-বেদগ্রাম,গোপালগঞ্জ।
কর্তব্যরত ডাক্তাররা সালমাকে চিকিৎসা দিয়েও শেষ পর্যন্ত বাঁচাতে সক্ষম হয় নাই। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত যুবতীর সুরত হাল রির্পোট তৈরী করে ময়না তদন্ত সম্পন্ন করেছে। কিন্তু সালমার লাশ নিতে রবিবার পর্যন্ত কেউ হাসপাতালে আসে নাই। হাসপাতালের ভর্তি রেজিষ্টারে প্রদত্ত ঠিকানায় কর্তৃপক্ষ অনেক খোঁজাখুজি করেও কাউকে পায় নাই। গোপালগঞ্জ সদর ২৫০ বেড হাসপাতালের সিভিল সার্জন বলেছেন নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ মৃত সালমার লাশ নিতে না আসলে তা বেওয়ারিশ হিসাবে দাফন করবে কর্তৃপক্ষ। ঘটনাটি গোপালগঞ্জ সদর থানাকে অবহিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।