Pages

Categories

Search

আজ- শনিবার ২০ এপ্রিল ২০১৯

গোপালগঞ্জে সুন্দরবন রেজিমেন্ট ক্যাম্পিং এর উদ্বোধন

জানুয়ারি, ১৬, ২০১৮
গোপালগঞ্জ
No Comment

এম শিমুল খান, গোপালগঞ্জ, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সুন্দরবন রেজিমেন্টের তত্বাবধানে সপ্তাহ ব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং-২০১৭-২০১৮ এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল মো: ইমরান আজাদ, এসজিপি, এসইউপি, জি, আর্টিলারী, রেজিমেন্ট এ্যাডজুট্যান্ট, ব্যাটালিয়ন কমান্ডার, ব্যাটালিয়ন এ্যাডজুট্যান্ট, বিভিন্ন কলেজের বিটিএফও এবং পিইউওগণ।
ক্যাম্পিং এ দক্ষিন বঙ্গের খুলনা ও বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের অংশ বিশেষ হতে ৮৮টি কলেজের ৭শ জন (পুরুষ ও মহিলা ) ক্যাডেট অংশগ্রহন করে। প্রধান অতিথি অংশগ্রহনকারী সকল ক্যাডেটদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত “শেখ মুজিব আমার পিতা” বই দু’টি উপহার দেন।