Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

গাজীপুর সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা

গাজীপুর দর্পণ রিপোর্ট: বৃষ্টি উপেক্ষা করে আজ ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন প্রার্থী ও তাঁর নেতা, কর্মী ও সমর্থকরা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২০ দলীয় জোট প্রার্থীর পক্ষে ৪২ নং ওয়ার্ডের পূবাইল করমতলা এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচার কাজ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন। তাঁর সাথে সহযোগী হিসেবে প্রচারণা করছেন যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্তা, ড্যাব কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, ডা. মো. সফিউল্লাহ, ডা. আব্দুল কাদের, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বিএনপি নেতা মনির হোসেন, সাইফ ও খোকন প্রমুখ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ নগরীর ১৪ নং ওয়ার্ডের জেকে মার্কেট, পালের মার্কেট, হক মার্কেট, হারুন মার্কেট ও মন্ডলপাড়া এলাকায় প্রচার কাজ করেন। তাঁর সাথে ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান ডা. মাজহারুল আলম, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, পেশাজীবী নেতা সাংবাদিক এম আব্দুল্লাহ, ডিআরইউ সেক্রেটারী সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক রাশেদুল হক প্রমুখ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক নগরীর ২৯ নং ওয়ার্ডের তরৎপাড়া দীঘির পাড় ও ভোড়া এলাকায় প্রচার কাজ চালান। তাঁর সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি শহীদ সারোয়ার, খালেদ মাহবুব শ্যামল, রমিজ উদ্দিন রুমী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, ডা. মতিজুল প্রমুখ। বিএনপি কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া নগরীর ২৩নং ওয়ার্ডের পোড়াবাড়ি এলাকায় প্রচার কাজ করেন। তাঁর সাথে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন, জাভেদ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সদস্য ফারজানা আফরোজ পারুল প্রমুখ। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী মাহবুবুল হক গোলাপের নেতৃত্বে নগরীর দক্ষিণ ছায়াবিথী এলাকায় প্রচারে অংশ নেন জেলা বিএনপি নেতা এড. মেহেদী হাসান এলিস, এমএইচ রহমান হাফিজ, এড. শফিকুল আলম মিলু, এড. পারভীন আক্তার, জিএস সোহেল রানা, ছাত্রনেতা ফারহাজ বিন ফয়েজ প্রবাল ও মারজুক আল আমীন প্রমুখ।