Pages

Categories

Search

আজ- বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০১৯

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাৎ বার্ষির্কী পালিত

1
মুহাম্মদ আতিকুর রহমান আতিক : বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ  হাসপাতালের স্বাস্থ্য ইউনিট শাখার উদ্যেগে ২৭ আগস্ট বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহদাৎ বার্ষিকী  উপলক্ষ্যে  আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল স্বাস্থ্য ইউনিট শাখার সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক)-এর অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আমিনুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক  মো. শাহজাহান (সাজু), গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, গাজীপুর সিটি করপোরেশনের ২৭, ২৮ ও ২৯ ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার প্রমুখ।

সভা সঞ্চালনা করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল স্বাস্থ্য ইউনিট শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

এর আগে সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।