Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯

গাজীপুরে স্মাতক (পাস) ও সম্মান পর্যায়ের উপবৃত্তি প্রকল্প বাস্তবায়নে কর্মশালা

Gazipur_workshop[1]
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন স্মাতক (পাস) ও সম্মান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণ বিষয়ক এক কর্মশালা  বুধবার চান্দনা স্কুল এন্ড কজেলে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অর্থায়নে পরিচালিত গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো: নূরুল আমিন। প্রকল্পের পরিচালক প্রফেসর সৈয়দ মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যর মধ্যে সহকারী প্রকল্প পরিচালক রোকসানা আলিম, উম্মুল খায়ের, প্রকল্প কর্মকর্তা মুনাব্বেরুর রশীদ, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সিএএলটি আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিরাজুল ইসলাম। কর্মশালায় জেলার সদর, কাপাসিয়, শ্রীপুর, কালিয়াকৈর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী/বেসরকারী কলেজের অধ্যক্ষ,  শিক্ষক মন্ডলীসহ স্মাতক (পাস) ও সম্মান পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিঞ্জপ্তি