Pages

Categories

Search

আজ- বুধবার ১৪ নভেম্বর ২০১৮

গাজীপুরে সমবায় দিবস পালন

নভেম্বর ২, ২০১৩
গাজীপুর সদর, জাতীয়
No Comment

গাজীপুর দর্পণ রিপোর্ট ঃ জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শনিবার গাজীপুর সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে রাজবাড়ী গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খানমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী নাট মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খানম, অতিরিক্ত পুলিশ সুপার সনজিৎ কুমার, জেলা সমবায় অফিসা নুর মোহাম্মদ মামুন, জেলা যুব উন্নয়ন অফিসার আঃ মজিদ খান প্রমূখ।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার ও ক্র্যাস্ট প্রদান করা হয়। এ বছর জেলায় শ্রেষ্ঠ সমবায়ী হয়েছেন, গাজীপুর মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির সভাপতি এ্যাডভোকেট আমানত হোসেন খান।