Pages

Categories

Search

আজ- শুক্রবার ১৫ ফেব্রুয়ারি ২০১৯

গাজীপুরে ভূমি দস্যূদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাজীপুর দর্পণ রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর বড় ভবানীপুর এলাকার কয়েক ভ’মি দস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাবে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ভোক্তভোগী বাচ্চু মিয়া ও আবু তাহের মিয়া উপস্থিত ছিলেন।

ভ’ক্তভোগী স্থানীয় মো. বাচ্চু মিয়া জানান, ৩৫বছর আগে তার বাবা বছর উদ্দিন মারা যাওয়ার পর থেকে বড়বভানীপুর মৌজার প্রায় ১০বিঘা জমির কিছু অংশে বাড়ি-ঘর নির্মান করে বসবাস করছেন এবং বাকি জমিতে চাষবাদ করে দখলে রয়েছেন। সম্প্রতি স্থানীয় ভূমি অফিসের দালাল কফিল উদ্দিন ও মো: সেকান্দার আলী জনৈক মৃত মিয়াজ উদ্দিনের নামে ওই জমির ভূয়া দলিল সৃজন করে। পরে তার কাছ থেকে বায়না দলিল দেখিয়ে ওই সম্পতিতে দখলের লক্ষে সাইবোর্ড টানিয়ে দেয়। কাশিমপুর ভূমি অফিস, গাজীপুর জেলার রেকর্ড রুম এবং সংশ্লিষ্ট সাব রেজিষ্ট্রি অফিসে তল্লাশী করে তাদের পর্চা ও দলিলের কোন সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি জমি থেকে সাইবোর্ডটি তুলে ফেললে তারা বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আমাদের খুন জখমের হুমকি দেয়। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভ’গছি। ওই চক্রের বিরুদ্ধে এ ধরণের একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল সুরাহার কথা বলে আদালতে ও পুলিশে যেতে ভয়ভীতি দেখাচ্ছে ও কাল ক্ষেপন করছে। তাই প্রশাসনিক সহায়তার জন্য আমরা গাজীপুর সিটি প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার দৃষ্টি আর্কষণ করছি।

এ ব্যাপারে সিকান্দর আলীকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।