Pages

Categories

Search

আজ- বুধবার ১৪ নভেম্বর ২০১৮

গাজীপুরে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

ডিসেম্বর ৮, ২০১৫
বিদ্যুৎ ও জ্বালানি
No Comment

gazipur PBSনিজস্ব প্রতিবেদকঃ
বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ‘আলোর পথে আরো এগিয়ে’ শ্লোগানকে সামনে রেখে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে গাজীপুর জেলা শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অসীম কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) শেখ মোহাম্মদ আলী, ছায়াবিথী জোনের ডিজিএম নূরুল হুদা, এজিএম মো. মনিরুল ইসলাম, কো-অর্ডিনেটর বিপ্লব কুমার চৌধুরী প্রমুখ।